পরীক্ষার সময়ে ভাগ করা
- পরীক্ষার সময় একটি সৃজনশীল অথবা নৈবিত্তিক লেখার জন্য
- যতটুকু সময় পাওয়ার কথা ততটুকু সময় আগে থেকে নির্ধারণ করে নিতে হবে
- তার উপর প্রস্তুতি গ্রহণ করতে হবে
- অতিরিক্ত সময় কোন প্রশ্ন দেওয়া যাবে না
- এতে করে অন্য প্রশ্ন সময় পাবে না এবং সেগুলো লেখা থেকে বিরত থাকতে হবে
- চেষ্টা করতে হবে ১০০ নম্বর প্রশ্নের উত্তর সম্পন্ন করা
গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে লেখা
- অনেক সময় পরীক্ষা অনেক প্রশ্ন কমন পরে
- কিন্তু যে প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে লেখা সম্ভব
- এবং সম্পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে এমন প্রশ্নগুলো আগে লেখা যেতে পারে
- এতে করে শিক্ষক খাতা থেকে পছন্দ করে
- নম্বর বেশি দিতে পারে
- তাছাড়া হাতের লেখার বিষয়টিও মাথায় রাখতে হবে
0 Comments